জুমবাংলা ডেস্ক : গাজীপুরের শ্রীপুর বৈরাগিরচালা এলাকায় সদরুল আইন নামে এক সাংবাদিককে প্রশাসনের লোক পরিচয়ে তুলে নিয়ে পেটানোর ঘটনায় মামলা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) রাতে সদরুল আইনের স্ত্রী আসমা আফরোজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় শ্রীপুর উপজেলার বৈরাগিরচালা গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে মোহাম্মদ সবুর খান (৫০) এবং একই গ্রামের ওয়াহাব আলীর ছেলে মোসলেম উদ্দিন (৪৫) ছাড়াও ৮ থেকে ৯ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শ্রীপুর থানার এসআই কামরুল হাসান বলেন, বাড়িতে অনধিকার প্রবেশ করে প্রশাসনের লোক পরিচয় দিয়ে মারপিট, অপহরণ ও হুমকি দেওয়ার অপরাধে গত সোমবার রাতে মামলা দায়ের হয়েছে।
এসআই কামরুল হাসান আরও বলেন, মারপিটে আহত সদরুল আইন সোমবার রাতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। তাকে আবারো চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হতে পারে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সদরুল আইনের স্ত্রী আসমা আফরোজ বলেন, তার স্বামীর শারীরিক অবস্থা যথেষ্ঠ খারাপ। তাই তাকে আবারো ঢাকার কোন হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছেন তারা।
এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তিনি।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে আটটায় গাজীপুরের শ্রীপুরের বৈরাগিরচালা গ্ৰামে নিজ ঘর থেকে অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক সদরুল আইনকে (৫৭) স্ত্রী সন্তানের সামনে থেকে পিস্তল ঠেকিয়ে তুলে নেওয়া হয়। এরপর অজ্ঞাতস্থানে নিয়ে ব্যাপক মারপিট করা হয় তাকে। তুলে নেওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর তাকে বাড়িতে গুরুতর আহত অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।