নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে সাবেক সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান খানের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ দুই লাখ টাকা, প্রায় ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় তিনজন আহত হন।
ঘটনাটি ঘটে শনিবার (৯ আগস্ট) ভোর রাত ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কলমেশ্বর এলাকার ওই বাড়িতে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে ১০-১২ জন ডাকাত সীমানাপ্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে মূল দরজা ভেঙে কেয়ারটেকার হিজবুল্লাহকে মারধর করে খুঁটির সঙ্গে বেঁধে ফেলে। এরপর দ্বিতীয় তলায় উঠে ডা. হাফিজুর রহমানের স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ছয়টি মোবাইল ফোন ও বিভিন্ন তৈজসপত্র লুট করে নেয়।
ডাকাতরা পালানোর আগে বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। আহত কেয়ারটেকারসহ তিনজন বর্তমানে চিকিৎসাধীন আছেন।
ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত চলছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।