নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল হকের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গেলে এ ঘটনা ঘটে।
নির্মাণ শ্রমিক শাহীন (২৬) কুড়িগ্রাম জেলার বদরগঞ্জের মুস্তাকপুর এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে এবং মাহবুব হাসান (২৪) একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল হকের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য শাহীন ও মাহবুব ট্যাংকের ভেতরে নামেন। পরে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে অপর নির্মাণ শ্রমিক মহসিনও সেপটিক ট্যাংকের ভেতর নামেন। কিছু সময় পর মহসিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বাকি দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে শাহীন ও মাহবুব নামে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা দুজনে নতুন নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের বাঁশ কাঠ খোলার কাজ করতে ভেতরে গিয়েছিলেন। এ সময় সেপটিক ট্যাংকের ভেতর জমে থাকা গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। গ্যাসের মাত্রা ছিল ২০ পয়েন্টের এর নিচে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী খান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।