নিজস্ব প্রকিবেদক, গাজীপুর: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে গাজীপুরে ৬ ঘণ্টা রেললাইন অবরোধ করে রেখেছিল শিক্ষার্থীরা৷ অবরোধের পর রাত ৮টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে গাজীপুর মহানগরীর নাওভাঙা এলাকায় রেললাইনে অবস্থান নিয়ে কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয়।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও আশপাশের বিভিন্ন স্কুল কলেজ, পলিটেকনিক পড়ুয়া শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা রেললাইনে অবস্থান নেন।
এসময় আন্দোলনকারীরা রেলক্রসিং’র ক্রসবার খুলে ও লাঠিসোঁটা নিয়ে রেললাইনে বসে পড়ে। এতে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল। এসময় গাজীপুর-শিমুলতলী সড়কটিও অচল হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে লাইন ক্লিয়ার হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।