নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধকে স্মরণে রেখে গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে জংশনে নির্মাণ করা হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ—‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’। ট্রেনের যাত্রী ও স্থানীয় পথচারীদের জন্য এই কর্নার থেকে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে।
মঙ্গলবার (৫ আগস্ট) আন্দোলনের বর্ষপূর্তির দিনে কর্নারটির উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। তিনি বলেন, “এই কর্নার গাজীপুরের শ্রমজীবী ও সাধারণ মানুষের সুবিধার্থে নির্মিত হয়েছে। একই সঙ্গে শহীদ মুগ্ধর আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।”
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. জাহিদুল হাসান, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী প্রমুখ।
জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই সুপেয় পানির কর্নারটিতে প্রতিদিন শত শত যাত্রী ও পথচারী পানি পান করতে পারবেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “এই প্রকল্প শুধু পানি সরবরাহ নয়, এটি শহীদের স্মৃতি রক্ষার প্রতীক।”
২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরার আজমপুরে মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মৃত্যুর ঠিক আগে আন্দোলনকারীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ করতে করতে তিনি উচ্চারণ করেছিলেন—‘পানি লাগবে? পানি?’ তার এই মমত্ববোধ ও আত্মত্যাগ আন্দোলনে এক অনন্য আবেগ যোগ করেছিল, যা পরবর্তীতে সারা দেশে আলোড়ন তোলে।
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ার হোসেন এই প্রয়াসকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশের রেলস্টেশনগুলোতে বিশুদ্ধ পানির খুবই সংকট। এই কর্নার সাধারণ মানুষের জন্য যেমন সহায়ক হবে, তেমনি শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনও হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।