Advertisement
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নে আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘কারাম’ উৎসব পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলার শাখাহার ইউনিয়নের শিহিগাও গ্রামের স্থানীয় স্কুল মাঠে এই উৎসব পালিত হয়।
আদিবাসী সাঁওতালদের ঐতিহ্যবাহী এই কারাম উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোজাফফর হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক রাজু সরকার, যুগ্ন আহ্ববায়ক শাকিব খান লেবু ও ইউ পি সদস্যগন সহ আরও অনেকে। অতিথিদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং আদিবাসী লোকনৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করে নেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।