গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ইউনিয়ন/পৌরসভা পর্যায়ে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহে কৃষক নির্বাচন করতে উন্মুক্ত লটারি শুরু হয়েছে।
আজ বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উপজেলার বিডি হলে পৌরসভা ও ১ নম্বর ইউনিয়ন পরিষদ থেকে ৯ নম্বর ইউনিয়ন পরিষদের লটারি করা হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খালেদুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা স্বপন কুমার দে, গোলাপবাগ খাদ্যগুদাম কর্মকর্তা (ভারঃ) শফিকুল ইসলাম, কামদিয়া খাদ্যগুদাম কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মশারফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যান, ইউপি সদস্য ও কৃষকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।