
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাজার এলাকা থেকে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে তিনজন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সহকারী কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট নাজির হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, ঘটনাস্থল থেকে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে নিরাপদ স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
এ ব্যাপারে নাজির হোসেন জানান, কেউ যেন এসব অবৈধ জাল ব্যবহার করে ডিমযুক্ত মাছ ও পোনা মাছ ধরতে না পারে তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।