জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় অবস্থিত ইনফিনিয়া ফ্যাক্টরি নামে একটি নিট বায়িং এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটি এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বলে জানা গেছে। খবর ইউএনবি’র।
Advertisement
শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
ইনফিনিয়া ফ্যাক্টরির প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল এসব তথ্য নিশ্চিত করলেও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি তিনি।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুপুর ১টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।