জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে সীতাকুন্ডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজের (বিআইটিআইডি) এই রোগীর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বিআইটিআইডি হাসপাতালের পরিচালক এম এ হাসান চৌধুরী বলেন, মারা যাওয়া নারীর প্রেসার, শ্বাসকষ্ট ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে সেখান থেকে মঙ্গলবার সকাল বিআইটিআইডিতে আনা হয়েছিল। আমরা তার নমুনা সংগ্রহ করেছি। রিপোর্ট আসলে বলা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা। তিনি আরও বলেন, চট্টগ্রামের কোথাও কোনও করোনা রোগীর সন্ধান পাওয়া গেলে বিআইটিআইডি হাসপাতালের চিকিৎসকরা বাসায় গিয়ে রোগীর নমুনা সংগ্রহ করবে।
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, ওই রোগীর বয়স ৫০ থেকে ৬০ এর মধ্যে। তিনি আগে থেকেই ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সেই সঙ্গে হাঁপানিও ছিল। তাই তাকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার কোনো জ্বর বা সর্দি ছিল না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।