
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের প্রাণহানির হয়েছে। রবিবার ভোরে উপজেলার তৈলারদ্বীপ এলাকার আলী মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নি’হত মো. আবদুল মোতালেব বাবুল (৬৮) ওই গ্রামের মৃত আবদুল আউয়ালের ছেলে। খবর ইউএনবি’র।
নিহতের পরিবার জানায়, ভোরে মসজিদে ফজরের আজান দিয়ে ঘরে যাওয়ার পথে হাতির সামনে পড়েন আবদুল মোতালেব। এ সময় হাতি শুঁড় দিয়ে তুলে মোতালেবকে আছাড় মেরে চলে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে নগরীর একটি বেসরকারি হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে বেলা ১১টার দিকে তার মৃ’ত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, বন্য হাতির আক্রমণে গুরুতর আহত হন মোতালেব। পরে সকাল ১১টায় চমেকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, বন্য হাতির আক্রমণে নি’হতের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।