জুমবাংলা ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকারের দেওয়া কর্মসূিচতে বন্দর নগরী চট্টগ্রামে কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে বন্ধুদের নিয়ে গড়া সংগঠন ‘স্মার্ট হার্টস’।
সংগঠনের প্রবাসী সদস্য ও দেশে অবস্থানরত সদস্যদের সমন্বয়ে গঠিত ত্রাণ তহবিলের মাধ্যমে ‘রমজান ফুড প্যাক-২০২০ই ‘ নামে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি খাবারের প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, তেল, ছোলা ও পেঁয়াজ।
সংগঠনটির সদস্যরা সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনে যোগাযোগ করে তালিকা তৈরি করে ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
প্রথম দফায় ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয় এবং দ্বিতীয় দফায় ৬০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। রমজানে উপহার সামগ্রী বিতরণের এ সামাজিক কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রামের হালিশহরে প্রতিষ্ঠিত সংগনটির সদস্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



