জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম মহানগর বিএনপির দুই সদস্যের আহ্বায়ক কমিটি দেওয়ার প্রায় চারমাস পরে ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিল কেন্দ্র।
রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গি আহ্বায়ক কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৩৫ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
গত ৭ জুলাই কেন্দ্র থেকে এরশাদ উল্লাহকে আহ্বায়ক এবং নাজিমুর রহমানকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করে।
মহানগর বিএনপির সদস্য সচিব মো. নাজিমুর রহমান বলেন, কেন্দ্র থেকে চট্টগ্রাম মহানগরের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আবদুল সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, হারুণ জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আলম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন ও মনজুরুল আলম মনজু।
এছাড়া গত কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করকে পূর্ণাঙ্গ কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।