চলছে ভোটগ্রহণ, নির্বাচনে জয় নিয়ে যা বললেন হিরো আলম
বিনোদন ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের একাধিক ভোটকেন্দ্রে গোলযোগের কথা তুলে ধরে সেখানে জয়ের আশা ছেড়ে দিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেছেন, ‘বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আমার জয়লাভ করার ব্যাপক সম্ভাবনা থাকায় আমি ওই এলাকায় কাজ করছি। বগুড়া-৬ আসনে আর ঢুকব না।’
আজ বুধবার সকাল ১০টায় হিরো আলম বগুড়া সদরের এরুলিয়া কেন্দ্রে ভোট প্রদান করে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে চল যান। তবে হিরো আলমের বাড়ি বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে তাঁর অবস্থান ভালো বলে জানিয়েছেন।
হিরো আলম বলেন, বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কেন্দ্রগুলোতে আমার এজেন্টকে ঢুকতেই দেওয়া হয়নি। এ কারণে আমি সদরের অনেক কেন্দ্রে এজেন্ট দিতে পারিনি। আমি আগে থেকেই আশঙ্কা করেছিলাম সদরে ঝামেলা হবে। ভোট শুরুর পর আমার এজেন্টদের সঙ্গে নৌকা মার্কার কর্মীরা ঝামেলা শুরু করে। আমি নির্বাচন অফিসারকে ফোন করে ঝামেলার বিষয় জানালে তিনি দেখছেন বলে ফোন কেটে দেন।’
তবে বগুড়া সদরে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে হিরো আলম ছাড়াও প্রার্থীদের অনেকেই এজেন্ট দেননি। কুড়াল মার্কার প্রার্থী সরকার বাদল বলেন, যেহেতু ইভিএমএ ভোট হচ্ছে এ কারণে আমি সব কেন্দ্রে এজেন্ট দেওয়ার প্রয়োজন মনে করিনি। তবে সব কেন্দ্রেই আমার কর্মী কাজ করছে।
বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি জার্মান নিকেতা বলেন, ‘আমি অসংখ্য কেন্দ্র ঘুরেছি, বগুড়া সদরে হিরো আলমের কোনো এজেন্ট চোখে পড়েনি। তিনি বলেন, হিরো আলম আমাদের হিসাবের মধ্যে পড়ে না। যে কারণে ঝামেলা করার প্রশ্নই ওঠে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।