জুমবাংলা ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণের বরদিয়া আড়ং বাজারের দক্ষিণ পাশে অগ্নিকাণ্ডে তিনটি দোকানসহ প্রায় সাড়ে ছয় লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। খবর ইউএনবি’র।
শুক্রবার ১১টায় গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসকর্মীরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে সেলিম হোসেনের ফার্নিচারের দোকান, ফজর আলীর হোটেল, রমিজউদ্দীনের ক্রোকারিজ এবং কাপড়ের দোকানের মালামালসহ তিনটি দোকান সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়েছে।
এ ঘটনায় ফজর আলীসহ ১০ জন আহত হয়। গুরুতর আহত ফজর আলীকে প্রথমে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে স্টেশন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে মতলব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্তনা দেন এবং সকল প্রকার সহায়তার আশ্বাস দেন।
এদিকে, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ, এসআই রুহুল আমিন ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।