জুমবাংলা ডেস্ক : রাজধানীতে ট্রাফিক পুলিশের দিকে এক চীনা নাগরিকের টাকা ছোড়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে ‘ক্লোজ’ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদেরকে উপকমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপকমিশনারের কার্যালয়ে সংযুক্ত ওই দুই পুলিশ সদস্যের নাম টিএসআই হারুন সরকার ও কনস্টেবল রুহুল আমিন।
ডিসি সাহেদ বলেছেন, তদন্তের স্বার্থে টিএসআই হারুন ও কনস্টেবল রুহুল আমিনকে ক্লোজ করে অফিসে সংযুক্ত করা হয়েছে। এর অর্থ এই নয় যে, তাদের শাস্তি দেওয়া হয়েছে। ক্লোজ করা হয়েছে তদন্তের স্বার্থে।’
এর আগে গত মঙ্গলবার থেকে পুলিশের দিকে এক চীনা নাগরিকের টাকার ছুড়ে দেওয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়ে। সে সময় ওই চীনা নাগরিক বলছিলেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিভ ইউ দিস…।’
এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশের পক্ষ থেকে ডিএমপির কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।