আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এরপর আস্তে আস্তে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্বের ২১০টির বেশি দেশে ছ’ড়িয়েছে এই প্রাণঘা’তী ভাইরাস।
করোনাভাইরাস একটি সাম’রিক জীবা’ণু অ’স্ত্র গবেষণাগার থেকে ছ’ড়িয়ে পড়ে বলেই চীনের বিরু’দ্ধে অভি’যোগ উঠেছিল। কিন্তু আজ করোনার আসল উৎপত্তিস্থল জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের জৈব গবেষণাগার নয়, বাদুড়ের মাধ্যমেই করোনার উৎপত্তি বলে জানিয়েছে সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফেডেলা শায়েব জেনেভায় এক নিউজ ব্রি’ফিংয়ে বলেছেন, ‘প্রাপ্ত সকল প্রমাণাদি অনুযায়ী ভাইরাসটি প্রাণী থেকেই মানুষে ছ’ড়িয়েছে। এটা কোনো গবেষণাগারে তৈরি কিংবা সেখান থেকে ছ’ড়িয়ে দেওয়া হয়নি। এই ভাইরাস বাদুড় থেকেই বি’স্তার লাভ করেছে।’
কিভাবে প্রাণী থেকে মানুষে এই ভাইরাস ছ’ড়িয়েছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এটা নিশ্চিত যে, মানুষ ও ভাইরাসটির উৎ’পত্তি যে প্রাণী থেকে, তাদের দুইয়ের মধ্যে করোনার বিস্তারের যোগসূত্র হিসেবে কাজ করেছে অন্য কোনো প্রাণী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।