জুমবাংলা ডেস্ক : বরিশালের আগৈলঝাড়ার উপজেলার গৈলা বাজারে মোবাইল ফোন চুরির অভিযোগে সজীব (১১) নামে এক শিশুকে মারধর করে মাথার চুল কেটে দেয়া হয়েছে। ঘটনাটি জানাজানি হলে ওই বাজারসহ উপজেলার সর্বত্র তোলপাড় শুরু হয়।
নির্যাতিত শিশু ও তার মায়ের সাথে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে সজীবকে গৈলা বাজারের অলি টেলিকম থেকে একটি মোবাইল ফোন চুরির অভিযোগ এনে তাওহীদ খানের নেতৃত্বে এনামুলসহ ৪/৫ জন মারধর করে মাথার চুল কেটে দেয়। ভুক্তভোগী সজীব উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের দরিদ্র ভ্যানচালক লাল মিয়া সরদারের ছেলে।
শিশুর মা সানু বেগম বলেন, অলি টেলকমের মালিক অলি বেপারী তাদের বাড়ি এসে সজীবকে বাজারে ডেকে নিয়ে যায়। তারপরে বিকেলে তার ছেলে কাঁদতে কাঁদতে বাড়ি এসে জানায় মোবাইল চুরির অপবাদে তাকে মারধর করে মাথার চুল কেটে দিয়েছে।
তিনি ঘটনার বিচার দাবি করে বলেন, আমার ছেলে যদি চুরি করে থাকে তাহলে আমার কাছে বিচার দিলে আমি বিচার করতাম।
অলি টেলিকমের মালিক অলি বেপারী বলেন, আমি দোকানে না থাকা অবস্থায় সজীব আমার দোকান থেকে বিকাশ ও নগদ এজেন্টের দুটি সিম ভরা মোবাইল চুরি করে নিয়ে যায়। দোকানেরর সিসিটিভি দেখে সজীবকে তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলে স্বীকার করে। এক পর্যায়ে চুরি যাওয়া ফোনটি সজীব ফেরত দেয়। তার মধ্যে সিম না থাকায় তাকে সিম দুটি ফেরত দিতে বললে সে জানায় সিম ফেলে দিয়েছে। কোথায় ফেলেছে তা দেখানোর জন্য তাকে বাড়ি থেকে ডেকে আনলে সজীব কাঁচাবাজারের আলুর ময়লা দেখিয়ে দিলে সেখানে খুঁজে সিম দুটি উদ্ধার করি। পরে তাকে নিয়ে মসজিদে নামাজ পরে মিলাদের তোবারক দিয়ে পাঠিয়ে দেই। এরপরে শুনেছি যে বাজারে বসে তার চুল কেটে দিয়েছে উৎসুক লোকজন।
বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সুশান্ত কর্মকার জানান, তিনি গৈলা মনসা পূঁজার আয়োজনের জন্য মনসা বাড়িতে ছিলেন। বাজারে এসে একটি শিশুর চুল কাটার কথা শুনেছেন। তবে কে বা কারা ওই শিশুটির চুল কেটেছে তা তিনি জানেন না।
গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু জানান, তিনি সন্ধ্যার আগ পর্যন্ত ঘটনা জানতেন না। লোকমুখে ঘটনা শুনে গৈলা বাজারে উপস্থিত হয়ে শিশুকে মারধর ও চুল কাটার কথা জানতে পারেন। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
ঘটনাস্থলে থাকা আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির মা ও বাবাকে থানায় নিয়ে যাওয়া হবে। থানায় বসে তাদের কাছ থেকে বিস্তারিত শুনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel