জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল ও রুপনের রাজধানীর ওয়ারির বাসায় অভিযান চালিয়ে ২৬ কোটি ৫৫ লাখ নগদ টাকা উদ্ধার করে র্যাব।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান পারিচালিত হয়।
বাসার ভেতরে পাঁচটি সিন্দুক ভেঙে টাকা উদ্ধার করা হয়।
গেন্ডারিয়া থানা শাখা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক ইনু ও তার ভাই একই শাখা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভুইয়ার দুটি বাসায় একযোগে চালানো অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণালংকার পাওয়া যায়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল সোমবার দিবাগত রাত ১টার দিকে ওয়ারির লালমোহন সাহা স্ট্রিটে তাদের বাসায় অভিযান চালানো হয়।
উদ্ধার করা স্বর্ণের ওজন এক কেজি।
৯ হাজার ৩০০ মার্কিন ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করে র্যাব।
অভিযানে ৫ কোটি ১৫ লাখ টাকার ব্যাংকের এফডিআর উদ্ধার করে র্যাব।
সাংবাদিকদের সাথে কথা বলছেন সারোয়ার আলম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।