ট্রাভেল ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার থেকে সোমবার দুপুর পর্যন্ত করোনা পরীক্ষায় নেগেটিভ আসার পর ৩ হাজার ২৪৮ জন যাত্রী সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গেছেন। কেবল একজনের পরীক্ষার ফল পজিটিভ এসেছে এবং তাকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছে।
সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান এই তথ্য জানান। মন্ত্রিসভার নির্দেশের ২৪ দিন পর গত বুধবার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু হয়।
তৌহিদ-উল আহসান বলেন, প্রতিদিনই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ফ্লাইট যাচ্ছে। ফ্লাইটের ৪৮ ঘণ্টা আগেই একবার করোনা পরীক্ষা করাতে হয় এবং বিমানবন্দরে এসে যাত্রার ৬ ঘণ্টা আগে আরেকবার পরীক্ষা করাতে হয়। তবে অনেক যাত্রী বিমানবন্দরে দেরি করে আসছেন। এতে সময়মতো পরীক্ষা করাতে বেগ পেতে হচ্ছে। ফ্লাইট ধরতেও যাত্রীরা সমস্যায় পড়ছেন। যাত্রার ৬ থেকে ৮ ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেন তিনি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরে ৬টি বেসরকারি প্রতিষ্ঠানের ১২টি যন্ত্রের মাধ্যমে করোনার পিসিআর পরীক্ষা করা হচ্ছে। এতে ১ হাজার ৬০০ টাকা খরচ পড়ছে। তবে প্রবাসী কর্মীদের জন্য এ খরচ নেওয়া হচ্ছে না। সরকার এই খরচের দায়িত্ব নিয়েছে।
গত আগস্টে ইউএই সরকার দেশটিতে যেতে যাত্রার ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে করোনা পরীক্ষার শর্ত আরোপ করে। কিন্তু বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের কোনোটিতেই এ ব্যবস্থা ছিল না। এ কারণে দীর্ঘদিন ধরে প্রবাসীসহ অন্যরা সে দেশে যেতে পারেননি।
গত ৬ সেপ্টেম্বরে মন্ত্রিসভা শাহজালাল বিমানবন্দরসহ দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা শনাক্তে আরটি পিসিআর যন্ত্র বসানোর নির্দেশ দেয়। ১৫ সেপ্টেম্বর আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালসহ ৭টি বেসরকারি প্রতিষ্ঠানকে বিমানবন্দরের আরটি পিসিআর যন্ত্র বসানোর জন্য নির্বাচিত করে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।
প্রথমে বিমানবন্দরের বহুতল পার্কিং ভবনের ছাদে পরীক্ষার ব্যবস্থা করা হলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আপত্তির মুখে পরে বিমানবন্দরের ভেতরে পরীক্ষার ব্যবস্থা করা হয়। তবে তিন দফায় করোনা পরীক্ষা চালুর তারিখ ঘোষণা করা হলেও ব্যর্থ হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ২৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে পুরোদমে ফ্লাইট চলাচল শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।