নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের বড়ইছুটি এলাকায় অবস্থিত সাউদার্ন নিটওয়্যার লিমিটেডে ১৭ জন শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে। ছাঁটাই সিদ্ধান্ত বাতিল এবং দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে শনিবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে কারখানার ভেতরেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শতাধিক শ্রমিক।
শ্রমিকদের অভিযোগ, গত বৃহস্পতিবার কারখানার ছুটির পর প্রধান ফটকে ১৭ জন শ্রমিকের ছাঁটাইয়ের নোটিশ টানিয়ে দেওয়া হয়। আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এসব শ্রমিকদের ‘টার্গেট’ করে ছাঁটাই করা হয়েছে বলে তাদের দাবি। শুক্রবার কারখানা বন্ধ থাকায় বিষয়টি জানা না গেলেও শনিবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা তা জানতে পারেন এবং তাৎক্ষণিকভাবে কর্মবিরতি ঘোষণা করেন।
বিক্ষোভরত শ্রমিকরা দাবি করেন, শ্রমিক স্বার্থে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করাই তাদের একমাত্র ‘অপরাধ’। তারা বলেন, ‘কোনো ভাঙচুর বা বিশৃঙ্খলা না ঘটিয়ে আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কথা বলেছি। অথচ নেতৃত্বদানকারী ১৭ জনকে অন্যায়ভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।’
এসময় শ্রমিকরা কারখানার মহাব্যবস্থাপক নূরুল ইসলাম ও উপমহাব্যবস্থাপক মিজানুর রহমানের পদত্যাগও দাবি করেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, শিল্প পুলিশ-২ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। শুরু হয় শ্রমিক প্রতিনিধি ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রক্রিয়া।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানে কাজ চলছে।’
শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের শান্ত রাখতে আমরা সংলাপে গেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের চেষ্টা চলছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।