জুমবাংলা ডেস্ক : ছাগল ক্ষেতের মধ্যে ঢুকে লাউয়ের গাছ খেয়ে ফেলাকে কেন্দ্র করে বগুড়ার সোনাতলায় প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে উপজেলা সদরের চকনন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শফিকুল ওই গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে। ওই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে ৫ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, শফিকুল ইসলামের একটি ছাগল শনিবার সকাল ১১টার আব্দুল খালেক নামে এক ব্যক্তির ক্ষেতে ঢুকে লাউয়ের গাছ খেতে শুরু করে। এ সময় ফারুক ও শিবলু নামে দু’জনের সঙ্গে ছাগলের মালিক শফিকুল ও তার ভাই শরিফুলের সঙ্গে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের কোদাল ও বেলচার আঘাতে শফিকুল মারাত্মক আহত হন। স্বজনরা তাকে প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ্ আল মাসউদ চৌধুরী জানান, এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে তাৎক্ষণিকভাবে ৫জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



