নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : সম্প্রতি দুষ্কৃতিকারী কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্যের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধ করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিরোধ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে উপজেলা পরিষদের সামনে থেকে ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ প্রতিপাদ্যে এ প্রতিরোধ র্যালির নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।
র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শাহিনা আক্তার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নূর, ওসি (অপারেশন) মো. মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্তকর্তা মির্জা ফারজানা শারমিনসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।