জুমবাংলা ডেস্ক : রিমান্ডে পাঠানোর পরদিনই ছয় মামলায় জামিন দিয়ে এক ঘণ্টার মধ্যেই মুক্তি দেওয়া হয়েছে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে।
মঙ্গলবার বিকালে শুনানি করে সাবেক এই এমপিকে ছয় মামলায় জামিন দেন ঢাকা মহানগরের দুইজন হাকিম। সন্ধ্যায় আদালতের হাজতখানা থেকেই তাকে মুক্তি দেওয়া হয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজতখানা থেকে মুক্তি পেয়ে গাড়িতে চড়ে বেরিয়ে যান সাবেক এই মন্ত্রী। সে সময় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলেও সাবের হোসেন চৌধুরী কোনো উত্তর দেননি। তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন পাশ থেকে শুধু বলেন, ‘উনি অসুস্থ’।
এর আগে আজ বিকালে রাজধানীর পল্টন থানার দুই মামলা এবং খিলগাঁও থানার চার মামলায় সাবেক এ মন্ত্রীকে জামিন দেওয়া হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত পৃথক আদেশে তাঁকে দেন।
সাবের হোসেন চৌধুরীকে রবিবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুই বছর আগে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যার মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এরপর সাবেক এ মন্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার বিকালে তাকে আদালতে হাজির করা হয়। এরপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত পৃথক ছয়টি মামলায় তার জামিন মঞ্জুর করেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মন্ত্রী-এমপিসহ যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে সাবের হোসেন চৌধুরীই শুধু জামিন পেলেন। আর এমন ত্বরিৎ গতিতে মুক্তি দেওয়ার ঘটনাও বিরল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।