জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে জাহাঙ্গীর আলম মুমিন (৩২) নামে এক কথিত জিনের বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুমিন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় জিনের বাদশা সেজে প্রতারণা করে আসছিল।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর রিসোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম মুমিন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামাল্লা বাজার (বেপারীপাড়া) এলাকার মৃত আমির হোসেনের ছেলে। প্রতারণা করতে তিনি বিভিন্ন পরিচয় ব্যবহার করে থাকেন। তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তিনি চট্টগ্রাম জেলার বাকলিয়া উপজেলার বউবাজার বাদিরটেক এলাকার স্থায়ী বাসিন্দা।
পুলিশ জানায়, কথিত জিনের বাদশা জাহাঙ্গীর আলম মুমিন দেশের বিভিন্ন জেলায় নানা কৌশলে প্রতারণা করে আসছিল। বাসাইল উপজেলার এক নারীর প্রেমিককে বাধ্য করার কথা বলে কবিরাজ বাড়ি নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতারণা শুরু করে। এক পর্যায়ে তিনি কৌশলে ওই নারীর নগ্ন ছবি হাতিয়ে নেন। জাহাঙ্গীর ওই নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে ওই নারীর নিকট থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
পরে ওই নারী প্রতারিত হওয়ার বিষয়টি বাসাইল থানা পুলিশকে জানায়। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাকে বাসাইল উপজেলার দাপনাজোড় এলাকা থেকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল হক বলেন, প্রতারিত নারী বাদী হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম মুমিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আবেদন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।