বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জিআইএফ তৈরির ওয়েবসাইট জিফি বিক্রি করতে নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যের কম্পিটিশন ওয়াচডগ (প্রতিযোগিতা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান)। প্রতিষ্ঠানটির দ্বারা সিলিকন ভ্যালির বৃহৎ কোনো কোম্পানির চুক্তি আটকে দেয়ার ঘটনা এটাই প্রথম। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে।
যুক্তরাজ্যের তদারকি সংস্থা দ্য কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি গত নভেম্বরে মেটাকে বলেছিল, মার্কিন সোশ্যাল জায়ান্টটির বাজার প্রতিযোগিতা নীতি লঙ্ঘনের রাশ টেনে ধরার একমাত্র উপায় ছিল বছর দুয়েক আগের ৪০ কোটি ডলারে জিফের অধিগ্রহণ-সংক্রান্ত বিষয় নিষ্পত্তি করা। জিফ হলো স্ন্যাপচ্যাট, টিকটক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে অ্যানিমেটেড জিআইএফের বৃহত্তম সরবরাহকারী।
প্রতিযোগিতা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ‘লাখ লাখ সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের রক্ষা করবে এবং ফেসবুককে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখযোগ্য শক্তি বৃদ্ধি বন্ধ করতে হবে, এমন সিদ্ধান্তের বিরুদ্ধে মেটা আপিল করেছিল, যা প্রতিযোগিতা আপিল ট্রাইব্যুনালের চ্যালেঞ্জ করা ছয়টির মধ্যে পাঁচটিতেই উল্লেখ ছিল।
জুলাইয়ে ট্রাইব্যুনালের রায়ের পরে যুক্তরাজ্যের সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) মূল রায়ের পর্যালোচনা করে গত মঙ্গলবার জানিয়েছে, মেটাকে জিফি বিক্রির আদেশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যালোচনায় দেখা গিয়েছে, মেটা এরই মধ্যে প্রতিদ্বন্দ্বীদের কাছে জিআইএফ সরবরাহ বন্ধ করে বাজারে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছে। কিংবা জিফি ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য তাদের কাছ থেকে আরো ব্যবহারকারীর ডাটা দাবি করছে।
রায়ের ব্যাপারে মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সিএমএর সিদ্ধান্তকে এ বিষয়ে চূড়ান্ত হিসেবে গ্রহণ করেছে এবং জিফিকে বিক্রি করা হবে।
সিএমএ বলছে, ফেসবুকের মূল প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রাম ও মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপেরও মালিক, যুক্তরাজ্যের ৭৩ শতাংশ সামাজিক মাধ্যম ব্যবহারকারীর সময় ব্যয়ের জন্য দায়ী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।