নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) বিভিন্ন প্রকল্পে ভুয়া টেন্ডার ও বিলের মাধ্যমে সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম এবং সিটির প্রধান হিসাব রক্ষণাবেক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৩ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, জাহাঙ্গীর আলম ও গোলাম কিবরিয়া পরস্পরের যোগসাজশে ভুয়া দরপত্র আহ্বান ও বিল প্রস্তুত করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বরাদ্দ দেন। এর মাধ্যমে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি করপোরেশনের রাজস্ব তহবিল থেকে মোট ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, আত্মসাৎ করা অর্থের একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে।
এর আগে ২০২২ সালের ডিসেম্বরে গাজীপুর সিটি করপোরেশনের প্রায় ৫৬৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ঘুষ গ্রহণ ও কমিশন বাণিজ্যের অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। তদন্ত চলাকালে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাঁর এবং পরিবারের সদস্যদের নামে থাকা অন্তত ৩২টি ব্যাংক হিসাব জব্দ করে। সংস্থাটি জানায়, ওইসব হিসাবে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে।
উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ২০২৩ সালের জানুয়ারিতে সাময়িক অব্যাহতির মেয়াদ শেষ হলেও তিনি আর দলীয় মনোনয়ন পাননি। এরপর থেকেই তিনি রাজনীতিতে একপ্রকার কোণঠাসা অবস্থায় ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।