নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ‘জুলাই পুনর্জাগরণ’ শিরোনামে আয়োজন হতে যাওয়া অনুষ্ঠানমালার সফল বাস্তবায়ন নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, বিভিন্ন দফতরের প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
সভায় আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার পরিকল্পনা, সময়সূচি ও দপ্তরসমূহের সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়। আয়োজনে থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সভায় ইউএনও তনিমা আফ্রাদ বলেন, “জুলাই পুনর্জাগরণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি একটি প্রজন্মের ইতিহাস ও মূল্যবোধে জাগরণের প্রক্রিয়া। তরুণদের চেতনায় এই আয়োজন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানমালাকে সফল করতে স্থানীয় সব স্তরের প্রতিনিধিদের সম্পৃক্ত করে সক্রিয়ভাবে কাজ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।