
জুমবাংলা ডেস্ক: প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী জুলাই মাসে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে সরকারে আসার পর এটাই হবে চীনে তাঁর প্রথম সফর।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, ‘জাপানে সফর করেছি। চীনেও হবে। ইতোমধ্যে চীনে যাওয়ার দাওয়াত ছিল আমার। কিন্তু সে সময় বোধ হয় সংসদে জরুরি কিছু চলছিল। তখন যেতে পারিনি। আগামী জুলাই মাসে যাওয়ার দাওয়াত আছে। চীনের প্রেসিডেন্ট দাওয়াত দিয়েছেন। ৩০ জুন আমাদের বাজেট পাসের ব্যাপার আছে। বাজেট পাস হওয়ার পর চীনে ওয়ার্ল্ড ইকোনমিক সামিট। সামার সামিটটা হবে ওখানে। তখন যাব।’
তিনি বলেন, জুলাই মাসে তার এই সফরের তারিখ নির্ধারণে দুই পক্ষ এখন কাজ করছে।
২০১৬ সালে শি জিনপিংয়ের সফরের সময় বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি হয়। চীনের বহু আলোচিত ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ উদ্যোগেও যোগ দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



