
জুমবাংলা ডেস্ক: অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান ও স্বাস্থ্যবিধি অমান্য করা, ট্রেড লাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৬ প্রতিষ্ঠানের ৫৬ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলার কালাই উপজেলার প্রত্যন্ত এলাকা জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোবারক হোসেন বুধবার বিকেল ৫টা থেকে রাত ৮ টা পর্যন্ত ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
করোনা প্রাদূর্ভাবের কারণে সাধারণ মানুষ বেসরকারি ক্লিনিক গুলোতে চিকিৎসাসেবা গ্রহণ করছেন। এ সুযোগে কতিপয় অসাধু ক্লিনিক মালিক অস্বাস্থ্যকর পরিবেশে যত্রতত্র ভাবে স্বাস্থ্যসেবা প্রদান করছেন যাতে রোগীর জীবনহানীর আশংকা রয়েছে।
এ ছাড়াও ফার্মেসী ব্যবসায়ীরা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে জানান, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোবারক হোসেন।
এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে যত্রতত্র ও ঝুঁকিপূর্ণ ভাবে স্বাস্থ্যসেবা প্রদান করায় মোলামগাড়ী বাজারের ’মা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার’কে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও ট্রেড লাইসেন্স না থাকা ও স্বাস্থ্য বিধি না মানার কারনে পাঁচ ফার্মেসীকে ৬ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়।
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: আশিক আহমেদ ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।