নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেছেন, ‘যাত্রীদের কাছে অনুরোধ আপনারা ঝুঁকিপূর্ণ অনিরাপদ যাত্রায় শামিল হবেন না। পিক-আপ, পশুবাহী ট্রাক, খোলা ট্রাক, মালবাহী পরিবহন বা বাসের ছাদে যাত্রা করবেন না। মনে রাখবেন জীবনের মূল্য অনেক বেশি আপনার সময়ের তুলনায়।’
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ত্রিমোড় এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব বলেন তিনি।
তিনি বলেন, ‘আমরা এতো কষ্ট করে ভিড়ের মধ্যে বাড়ি যাই, কারণ আমাদের স্বজনরা চেয়ে থাকেন। তারা চেয়ে আছেন একসঙ্গে ঈদ করার জন্য। তাই আমাদের উচিৎ একটু দেরি হলেও সুস্থ এবং সুন্দরভাবে বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে ঈদ করা। আপনার অনিরাপদ যাত্রার কারণে দুর্ঘটনার শিকার হতে হয়। এজন্য সারাবছর সচেতনতামূলক প্রচরণা চালানো হয়। তবুও আপনারা এসব ঝুঁকিপূর্ণ যাত্রায় শামিল হন। এই ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় শামিল হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ঈদকে সামনে রেখে সরকার আমাদের বেশ কিছু দিকনির্দেশনা দেন। সেখানে ঈদের ১ মাস আগে থেকে মেট্রোপলিটন, জেলা, হাইওয়ে পুলিশসহ বিআরটিসি ও পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে একাধিক মিটিং হয়। সেখানে ঈদযাত্রা কীভাবে নির্বিঘ্ন করা যায় সেসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিতকরণ, ওয়াচ-টাওয়ার নির্মাণ এবং মহাসড়কের পাশে পশুর হাট থাকলে যানজট যেন না হয় এজন্য পুলিশ ও ইজারাদারের সঙ্গে কথা বলে নিরাপদ দূরত্বে স্থানান্তর করাসহ অনেক কাজ করে থাকেন পুলিশ ৷ ঈদযাত্রা নিরাপদ রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা ও পরিবহন সংশ্লিষ্ট সবার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।
তিনি আরও বলেন, ‘ঈদকে সামনে রেখে এবারও ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। সাদা পোশাকের বাইরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পুরোটা সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। আমরা অত্যাধুনিক ড্রোন ক্যামেরা ব্যবহার করছি। আশা করছি এবারও ঈদ যাত্রা নিরাপদ ও বির্বিঘ্নে মানুষ ঘরে ফিরতে পারবে।’
এসময় উপস্থিত ছিলেন ডিআইজি প্রশাসন মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শামসুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি বরকত উল্লা খান, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), সীমা রানী সরকার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), মোহাম্মদ শাহেদ আহমেদ চৌধুরী সহকারী পুলিশ সুপারসহ হাইওয়ে গাজীপুর সার্কেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।