নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরা-সাতাইশ রোডের খরতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার বয়স আনুমানিক ৬০ বছর। তাঁর পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে খরতৈল এলাকার একটি শাখা সড়ক পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এ সময় দ্রুতগতির একটি বাস তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি।
পথচারীরা তাঁকে উদ্ধার করে গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।