জুমবাংলা ডেস্ক: রাজবাড়ীতে বিকাশে ভুল নম্বরে যাওয়া ২৬ হাজার ২৯০ টাকা উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিয়েছেন পুলিশ। উদ্ধার হওয়া টাকা রবিবার (২০ আগস্ট) সকালে নিজ কার্যালয়ে প্রকৃত মালিক মিন্টু মন্ডলের হাতে তুলে দেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামানসহ অন্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, মায়ের চিকিৎসার জন্য গত মঙ্গলবার (১৫ আগস্ট) জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চরঘিকমলা গ্রামে ভাই মিন্টু মন্ডলের বিকাশ নম্বরে টাকা পাঠান সৌদি প্রবাসী জামাল মন্ডল। তবে বিকাশের একটি নম্বর ভুল হওয়ায় ওই টাকা চলে যায় ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক ব্যক্তির নম্বরে। পরে মিন্টু মন্ডল সঙ্গে সঙ্গে ওই নম্বরে কল করে টাকা যাওয়া বিষয়টি জানালে তিনি নানা তালবাহানার পর মোবাইল ফোন বন্ধ করে দেন।
এদিকে, ওই ঘটনায় রাজবাড়ী হেল্পলাইন পেজে সহায়তার জন্য একটি ¯ট্যাটাস দেন। সেখান থেকে বিষয়টি নজরে আসে রাজবাড়ী পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। পরে তথ্য প্রযুক্তি ও ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সহায়তায় টাকা উদ্ধার করা হয়।
মিন্টু মন্ডল বলেন, আমি ভাবতেই পারিনি, ফেসবুকের একটি গ্রুপ পেজে সহায়তা চেয়ে দেওয়া স্ট্যাটাস এভাবে আন্তরিকতা নিয়ে কাজ করবে পুলিশ। মায়ের চিকিৎসার টাকা হারিয়ে আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। রাজবাড়ী পুলিশের প্রতি কৃতজ্ঞ।
রাজবাড়ীর এসপি জি এম আবুল কালাম আজাদ বলেন, পুলিশ সবসময় চেষ্টা করে সাধারণ মানুষের বিপদে পাশে থাকার। যেকোনো ভুক্তভোগীর পাশে থাকবে রাজবাড়ী জেলা পুলিশ ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।