জুমবাংলা ডেস্ক : শিবচরে দিন-দুপুরে এক পানচাষির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। স্ত্রী-সন্তানকে নিয়ে টিকা নিবন্ধনে যাওয়ার সুযোগে বাড়িতে চুরি করে দুর্বৃত্তরা।
এ সময় তার ঘরে থাকা গচ্ছিত টাকা এবং স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে দাবি করেন পানচাষি প্রবদ ভদ্র। শুক্রবার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাঁচিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রবদ ভদ্র তার স্ত্রী ও ছেলে পলাশকে নিয়ে করোনার টিকা নিবন্ধন করতে শিবচর পৌর বাজারে যান। নিবন্ধন শেষে বেলা সাড়ে ১২টার দিক তারা বাড়ি ফিরে আসেন তারা। বাড়ি এসে দেখতে পান, ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকে আলমারী ভাঙা এবং সেখান থেকে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে।
প্রবদ ভদ্রের স্ত্রী বলেন, ‘আমরা সবাই করোনার টিকার নিবন্ধন করতে বাজারে গিয়েছিলাম। এসে দেখি দরজা খুলে চোর সব নিয়ে গেছে।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজুল ইসলাম বলেন, চুরির বিষয়টি পরিবারের পক্ষ থেকে কেউ জানায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।