জুমবাংলা ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার পর গ্রেপ্তার করে নরসিংদীর তিন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে তিনজনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে পলাশ থানায় নেয়া হয়। এরপর বিশেষ আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার সাংবাদিকরা হলেন- স্থানীয় দৈনিক গ্রামীণ দর্পণ এর বার্তা সম্পাদক রমজান আলী প্রামাণিক, স্টাফ রিপোর্টার শান্ত বণিক এবং মাধবদী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল নরসিংদী প্রতিদিন এর প্রকাশক শাওন খন্দকার শাহীন।
এ বিষয়ে পলাশ থানার ওসি শেখ নাসির উদ্দিন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে।
সম্প্রতি নরসিংদীর পলাশ উপজেলায় লকডাউনের মধ্যে পেটের দায়ে সিএনজি নিয়ে বের হয়ে চালকের মৃত্যু হয়। পুলিশের পিটুনিতে এই মৃত্যুর ঘটনা ঘটে বলে নিহতের পরিবার ও তার সহকর্মীরা দাবি করেন।
এ ঘটনার প্রেক্ষিতে দৈনিক গ্রামীণ দর্পন পত্রিকা ও অনলাইন নিউজপোর্টাল নরসিংদী প্রতিদিনে সংবাদ প্রকাশিত হয়। এতে ঘটনার সাথে অসামঞ্জস্যতার অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল আলম বাদী হয়ে পলাশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে উল্লেখিত সাংবাদিকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে শুক্রবার সকালে তাদেরকে আটক করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



