জুমবাংলা ডেস্ক: ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।
বুধবার রাতে মারা যাওয়া শিশু সোহরাব (১০) ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা।
চিকিৎসক শফিকুর রহমান জানান, গত সোমবার জ্বর নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি হলে তার ডেঙ্গু ধরা পরে। এখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১০টার দিকে শিশুটি মারা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯২৮ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি বছরে সারাদেশে ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গু দেশের ৬৪ জেলার মধ্যে এখন পর্যন্ত ৬১ জেলায় আক্রান্তের তথ্য পাওয়া গেছে।
সরকারি হিসাব মতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪ জন মারা গেছেন। যদিও বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।