Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ঢাকায় এ বছরেই ২২০ কিলোমিটার খাল খননের উদ্যোগ
    ঢাকা

    ঢাকায় এ বছরেই ২২০ কিলোমিটার খাল খননের উদ্যোগ

    Soumo SakibMay 17, 20254 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : চলতি বছরের মধ্যে রাজধানী ঢাকার ২২০ কিলোমিটার খাল খনন সম্পন্ন হবে। এরমধ্যে ১০৮ কিলোমিটার খাল ইতোমধ্যে খনন সম্পন্ন করে পানি প্রবাহ সৃষ্টি করা হয়েছে। অবশিষ্ট ১১২ কিলোমিটার খনন করে এগুলোতেও পানি প্রবাহের আশা করা হচ্ছে।

    ঢাকায় এ বছরেই ২২০রাজধানীর খাল খনন, পুনরুদ্ধার, রক্ষণাবেক্ষণ এসব কর্মযজ্ঞ নিয়ে সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সঙ্গে এক সাক্ষাতকারে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

    মোহাম্মদ এজাজ বলেন, ‘সিএস খতিয়ান অনুযায়ী ঢাকা সিটির খালের দৈর্ঘ্য ছিল প্রায় ৩৪০ কিলোমিটার এরমধ্যে ১২০ কিলোমিটার চলে গেছে বিভিন্ন সড়ক ও রাস্তার নিচে। বাকি যেটা আছে, তার অবস্থাও কিন্তু খুব ভালো না, ক্ষয়ে ক্ষয়ে যায় অবস্থা। আমরা দায়িত্ব নেওয়ার এই তিন মাসে প্রবহমান করতে পেরেছি ১০৮ কিলোমিটার। তবে এই বছরের মধ্যে আমরা বাকি ১১২ কিলোমিটার খাল বেদখল এবং খননের কাজ সম্পন্ন করতে পারব বলে আশাবাদী।’

    খননকৃত ১০৮ কিলোমিটারের মধ্যে প্রায় ৪০ কিলোমিটার পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায়, বাকিটা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে বলে তিনি জানান।

    ঢাকার খালগুলো নিয়ে নিজের পরিকল্পনার কথা বলতে গিয়ে মোহাম্মদ এজাজ জানান, ‘রাজধানীর খালগুলোকে নিয়ে প্রথমত পরিকল্পনা হচ্ছে জলাবদ্ধতা দূরীকরণের জন্য খালের প্রবাহ বৃদ্ধি করা, যেটা আগে ছিল না। দায়িত্ব নেওয়ার পর গত তিন মাসে খালের প্রবাহ বৃদ্ধি করার জন্য আমরা দুই সিটি করপোরেশন মিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে ১০৮ কিলোমিটার খাল খনন করেছি। এর প্রাথমিক উদ্দেশ্য ছিল এবারের বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে নিয়ে আসা।’

    শিগগিরই রাজধানীর বেশ কয়েকটি এলাকায় খাল উদ্ধারে অভিযান পরিচালনা করার কথা জানিয়ে তিনি বলেন, ‘রাজধানীর মোহাম্মদপুরে হাইক্কার খাল উদ্ধার করতে গিয়ে খালের জায়গা দখল করে নির্মিত বেশ কয়েকটি বহুতল ভবন, টিনের চালাসহ অনেক স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। শিগগিরই রাজধানীর রূপনগর খাল, প্যারিস খাল, ইব্রাহিমপুর খাল, কালশী খাল ও ইসিবি চত্তরের পাশের পুরাতন খাল উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। খালের জায়গা দখল করে ভবন নির্মাণ করে ঘুমানোর দিন শেষ। যতবড় প্রভাবশালীই হোক আর যত বড় ভবনই নির্মাণ করা হোক। এসব ভবন মাটিতে গুড়িয়ে দিয়ে খাল উদ্ধার করা হবে।’

    ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আমরা হিসাব করে দেখেছি রাজধানীর ১৭টি জায়গায় চরম জলাবদ্ধতা হয়, এখানে দুই দিনব্যাপী পানি জমে থাকে। ঢাকায় যেন এরকম লেবেলের জলাবদ্ধতা না থাকে এই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। তবে এবার আশা করছি, ৭-৮টি জায়গায় পানি থাকবে। বাকি ১০টি জায়গায় খুব একটা পানি থাকবে না। এজন্য খালের প্রবাহ বৃদ্ধি করা হয়েছে। ১০৮ কিলোমিটার খাল কেটে ওই খালের পাড়গুলো ঠিক করা হচ্ছে।দীর্ঘমেয়াদে আমরা এগুলোতে কিছু আরসিসি স্ট্রাকচার করব।’

    তিনি বলেন, ‘যেহেতু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দায়িত্ব নিয়েছি- এই সময়ে আমাদের বড় ধরনের স্ট্রাকচার করার মতো টাকা এবং সময় হাতে নেই। তবে এগুলো করতে হবে যারা ভবিষ্যতে আসবেন তাদের। এসব খালগুলোকে টেকসই ও স্থায়ীভাবে যেন উদ্ধার করা হয় সেই ব্যবস্থা করতে হবে। আমরা চলে যাব, কিন্তু ওই খালগুলো আবারো দখল হতে পারে। এজন্য সীমানা প্রাচীর দিয়ে দেওয়া, খালের পাড়ে হাটার ব্যবস্থা করা এই ধরনের সিভিল স্ট্রাকচার লাগবে। সেই সিভিল স্ট্রাকচার ভবিষ্যতে যারা আসবেন তারা যেন এটা করতে পারেন সে রাস্তাগুলো আমরা দেখিয়ে দেব।’

    যেকোনো শুভ কাজ করতে গেলে একাগ্রতা, সততা এবং আন্তরিকতার প্রয়োজন উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘এই ১০৮ কিলোমিটার খাল খনন করতে আমাদের ৫ কোটি টাকাও খরচ হয়নি। অথচ এই কাজগুলো অন্যরা করলে ১ হাজার কোটি টাকা বাজেট লাগতো। কমপক্ষে পাঁচ-ছয়শ কোটি টাকা তো বাজেট হতোই। সেখানে আমরা এটা দেখিয়েছি যে, চাইলে কম টাকায়ও ভালো কাজ করা যায়।’

    খালের দুই পড়ে ২১৬ কিলোমিটার ব্যাপী বৃক্ষরোপণের এক মহাযজ্ঞ হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রথমে আমরা খালের প্রবাহ নিশ্চিত করছি এরপর এই খাল যাতে ভবিষ্যতে ভরাট না হয়, এখানে যাতে ময়লা-আবর্জনা ফেলতে না পারে এজন্য খালের পাড়গুলোতে আমরা গাছ লাগানোর ব্যবস্থা করছি। এটা রক্ষণাবেক্ষণের জন্য কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এবার আমরা ৩০টির মতো সংগঠনকে দায়িত্ব দিচ্ছি।

    আকার বৃদ্ধিতে অস্ত্রোপচার নয়, স্বাভাবিকভাবেই আমার পরিবর্তন এসেছে: অনন্যা

    লোকাল কমিউনিটি, পরিবেশবাদী বিভিন্ন সংগঠন এদেরকে সঙ্গে নিয়ে আমরা এই কাজগুলো করছি। এদের সঙ্গে নিয়ে এই ১০৮ কিলোমিটার করে দুই পাড়ে মিলিয়ে ২১৬ কিলোমিটার জায়গা জুড়ে আমরা বন বিভাগের সহযোগিতায় গাছ লাগানোর ব্যবস্থা করছি। সিটি করপোরেশন ভলান্টিয়ারদের খাওয়া-দাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহযোগিতা করবে। আগামী ১ জুন থেকে এই কর্মযজ্ঞ শুরু হবে।এতে করে খালের প্রবাহ বৃদ্ধি পাবে, খালের পাড়ে হাঁটার ব্যবস্থা হবে, খাল দখল বন্ধ হবে, খালের পাড়ে গাছ থেকে ফুল আসবে, ফল আসবে, মানুষ পাখি এরা গাছের ফল কুড়িয়ে খাবে। গাছ ছায়া দেবে। এতে খরচ হবে খুব কম কিন্তু এর প্রভাব হবে অনেক বড়।’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ২২০ canal excavation Dhaka drainage infrastructure development urban planning waterlogging solution উদ্যোগ এ কিলোমিটার খননের খাল খাল খনন জলাবদ্ধতা, ঢাকা ঢাকা উন্নয়ন ঢাকায়, পরিবেশ পরিকল্পনা বছরেই সিটি করপোরেশন
    Related Posts
    Mirzapur

    ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে স্বামীকে অপহরণ, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

    August 3, 2025
    Manikganj Sadar Thana

    প্রেমের টানে ঘর ছেড়েছে কিশোরী, প্রেমিকের বাবা গ্রেপ্তার

    August 2, 2025
    NCP

    ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপির দুই নেতার পদত্যাগ

    August 2, 2025
    সর্বশেষ খবর
    ভাগাড়েই খাবার খুঁজছেন

    ভাগাড়েই খাবার খুঁজছেন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা

    ভিন্টেজ আইটেম কালেকশন সাজানোর টিপস

    ভিন্টেজ আইটেম কালেকশনকে সাজানোর টিপস: ইতিহাসকে জীবন্ত করে তোলার শিল্প

    ছাত্রদলের সমাবেশে

    ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান

    বিশ্বরেকর্ড

    মাত্র ১২ বছর বয়সেই পদক জিতে স্কুলছাত্রীর বিশ্বরেকর্ড

    ছাত্রদল-এনসিপির সমাবেশ

    ছাত্রদল-এনসিপির সমাবেশ: পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

    দশম গ্রেডে উন্নীত শিক্ষকদের

    দশম গ্রেডে উন্নীত শিক্ষকদের বেতন-ভাতা কত বাড়বে? জানুন বিস্তারিত

    শৃঙ্খলা ও সততা

    ‘জামায়াতে ইসলামীর শৃঙ্খলা ও সততার সুনাম সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য’

    ঝিলিক

    প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ঝিলিক, নজর লাগার ভয়ে লুকিয়ে রাখছেন প্রেমিককে

    ব্রাজিল

    নবমবারের মতো কোপার শিরোপা জিতল ব্রাজিলের মেয়েরা

    ইলেকট্রিক গাড়ি

    হোন্ডার উৎপাদিত সবচেয়ে ছোট ইলেকট্রিক গাড়ি ‘N-One e’

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.