জুমবাংলা ডেস্ক: দেশের প্রথম শ্রেণির জাতীয় ইংরেজী দৈনিক ঢাকা ট্রিবিউনের গাজীপুরের কালীগঞ্জ প্রতিনিধি হলেন কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান।
সামাজিক যোগাযোগ ফেজবুকের মাধ্যমে প্রতিনিধি হওয়া বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সাংবাদিক আব্দুর রহমান আরমান।
তিনি সোমবার (৩১ জুলাই) রাতে তার ব্যক্তিগত ফেজবুক আইডিতে একটি স্ট্যাস্টাস দেন। তিনি তাতে লিখেন ’জাতীয় দৈনিক ইংরেজি পত্রিকা “Dhaka Tribune” কার্যালয়ে আজকে ইন্টারভিউ শেষে অনেক যাচাই-বাছাই করে ছবিতে থাকা বিভিন্ন জেলার ছয়জন ব্যক্তি “Dhaka Tribune” পত্রিকার নিয়োগপত্র পেয়েছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি Dhaka Tribune পত্রিকার কর্তৃপক্ষকে।
জানা গেছে, সাংবাদিক আব্দুর রহমান আরমান গাজীপুর জেলায় ১৯৮৭ সালে স্থাপিত কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্রেস ক্লাবটি স্থানীয় মূলধারার গণমাধ্যমকর্মীদের মূলধারার এবং উপজেলার সবচেয়ে প্রাচীন সাংবাদিক সংগঠন এটি।
তিনি এর আগে ইংরেজী দৈনিক এশিয়ান এইজ ও নিউ এইজে কাজ করেছেন। এছাড়াও তিনি বর্তমানে দেশের প্রাচীন ও প্রথম শ্রেণির জাতীয় বাংলা দৈনিক ইত্তেফাক ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ২৪ ডটকমে স্থানীয় প্রতিনিধি এবং গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক আজকের জনতায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন।
অন্যদিকে তিনি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মুনশুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও দেওয়ালেরটেক সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন ।
সাংবাদিক আরমান একজন নদী বন্ধু হিসেবে বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ওই কমিটির কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, জাতীয় সাংবাদিক সোসাইটি গাজীপুর সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্কাউট কালীগঞ্জ উপজেলা শাখার সহকারী কমিশনারের দায়িত্ব পালন করছেন।
উল্লখ্য, সাংবাদিব আব্দুর রহমান আরমান ১৯৭৮ সালের ২৫ ফেব্রুয়ারি জেলার কালীগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ডের খঞ্জনা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের মৃত মহর আলী ও মৃত খোশআক্তার বেগম দম্পতির ছেলে। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি সর্ব কনিষ্ঠ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।