রাজনীতি ডেস্ক : ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের একটি ওয়ার্ডের কার্যক্রম স্থগিত ও নয়টির কমিটি বিলুপ্তির জন্য সুপারিশ করা হয়েছে।
স্থগিতকৃত ওয়ার্ড ৫০ নম্বর এবং বিলুপ্তির জন্য সুপারিশকৃত ওয়ার্ডগুলো হলো ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১। ৫০ নম্বর সংগঠনের নেতারা সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং বাকীগুলো কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ গ্রহণ না করার অভিযোগে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বুধবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে কাকরাইলে সংগঠনের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি মাইনুদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সরোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, আলী আজগর বাবুল, কামাল উদ্দিন খান, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবু, কাজী ইব্রাহীম খলিল মারুফ, প্রচার সম্পাদক আরমান হক বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, শিল্প বাণিজ্য সম্পাদক ওমর শরিফ পলাশ ও মাশীদ শুভ প্রমুখ।
দলের দফরত সম্পাদক এমদাদুল হক এমদাদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.