জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তৈলটুপি গ্রামে করোনা উপসর্গ নিয়ে তিন ঘণ্টার ব্যবধানে করোনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্ত্রী হোসনে আরা (৫০) এবং রাত ৯টার দিকে করোনা উপসর্গ নিয়ে স্বামী নুরুদ্দিন বিশ্বাসের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলার করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হরিণাকুন্ডু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাকের স্ত্রী বুলবুলি খাতুন (৫৫)।
মাত্র তিন ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর পর রাত ১০ টার দিকে করোনা উপসর্গ নিয়ে তৈলটুপি গ্রামের মতিয়ার রহমান (৫০) মৃত্যু বরণ করেন। রবিবার সকাল ৭টার দিকে হরিশপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী বেলী খাতুন (৫৫) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিন সকালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলার মান্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদ খান (৫২)।
হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম জানান, মারা যাওয়া ছয় জনের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চার জন। ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন।
এ পর্যন্ত উপজেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৩১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৭ জন। ১৬৪ জন হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। এ নিয়ে উপজেলায় করোনায় ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫ জনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।