
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পর্যায়ের ২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সিনিয়র জেলা নির্বাচন অফিসের ২১ কর্মকর্তাকে উপজেলা নির্বাচন অফিসের উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাচন অফিসের দুইজন কর্মকর্তাকে জেলা নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন দায়িত্ব অনুযায়ী তাদের কাজ করতে হবে এবং জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ পদক্ষেপের মাধ্যমে নির্বাচন কমিশন আশা করছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি আরও কার্যকরভাবে সম্পন্ন হবে এবং নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হবে।
উল্লেখ্য, এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় নির্বাচন কমিশন। এরই প্রস্তুতি স্বরূপ মাঠ পর্যায়ের দফতরগুলোতে বদলি শুরু করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



