Advertisement
জুমবাংলা ডেস্ক : জামালপুরে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন নিম্ন আয়ের মানুষ ত্রাণের দাবিতে নিজ নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে। শনিবার দুপুরে শহরের কাচারীপাড়ায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন নিম্ন আয়ের দরিদ্র ও অসহায় মানুষেরা এই অবস্থান কর্মসূচি পালন করেন।
প্রত্যেকেই সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ নিজ বাড়ির সামনে ত্রাণের দাবি সম্বলিত বিভিন্ন পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন। ভুক্তভোগী আব্দুল খালেক, রমজান আলী, সুফি বেগম, আতিয়া বেগম জানান, কোন কাজ না থাকায় তারা বাড়িতে অবস্থান করছেন, কিন্তু কোন ত্রাণ না পাওয়ায় গত ১৫ দিন যাবত অনাহার-অর্ধাহারে খুব কষ্টে দিন কাটছে তাদের। এ সময় সরকারের কাছে ত্রাণ সহযোগিতা প্রদানের জন্য দাবী জানান তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



