থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে টানটান উত্তেজনা নতুন করে রক্তাক্ত হলো। মঙ্গলবার রাতভর থাই বাহিনীর গোলাবর্ষণে দুই কম্বোডীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে দুই দিনে মোট প্রাণহানি দাঁড়ালো ছয়ে।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানান, মধ্যরাতের পর থাই সামরিক বাহিনী বানতেয় মিনচেই প্রদেশে ভারী গোলাবর্ষণ চালায়। ন্যাশনাল রোড–৫৬ দিয়ে চলাচলের সময় গোলাবর্ষণের আঘাতে দুই বেসামরিক নিহত হন।
এর আগে সোমবার কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা জানান, থাইল্যান্ডের সীমান্তবর্তী প্রদেশ প্রেয়াহ বিহার ও ওদ্দার মিআনচে–তে কামানের গোলায় চারজন বেসামরিক নিহত এবং প্রায় ১০ জন আহত হয়েছেন।
অন্যদিকে থাই সেনাবাহিনী দাবি করেছে, রোববার নতুন করে সংঘাত শুরু হওয়ার পর তাদের একজন সৈন্য নিহত এবং ১৮ জন আহত হয়েছে। উভয় দেশই উত্তেজনার জন্য একে অপরকে দোষারোপ করছে।
সোমবার থাইল্যান্ড কম্বোডিয়ার বিরুদ্ধে বিমান হামলা চালায় এবং ট্যাংকের সমর্থনেও অভিযান পরিচালনা করে। পরিস্থিতি প্রতি মুহূর্তেই আরও জটিল হয়ে উঠছে, সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়ছে ভয় ও অনিশ্চয়তা।
সংঘাতের মূল কারণ হলো এই অঞ্চলের সীমান্ত নিয়ে শত বছরের পুরোনো বিরোধ, যা ফ্রান্সের ঔপনিবেশিক শাসনের সময় নির্ধারিত হয়েছিল। উভয় দেশই সীমান্তবর্তী কিছু মন্দির এলাকার মালিকানা দাবি করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



