জুমবাংলা ডেস্ক : খুলনায় দত্ত জুয়েলার্সে দিন-দুপুরে চাঞ্চল্যকর সংঘবদ্ধ ডাকাতির সঙ্গে সম্পৃক্ত দুই নারীকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন পিরোজপুরের কহিনুর বেগম (৫৫) ও বরগুনার শাহারিন সুলতানা (২১)।
র্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল ফায়েজুল আরেফিন জানান, শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ৪নং ওয়ার্ডের একটি বাড়িতে অভিযান পরিচালিত হয়। এ সময় পিরোজপুরের নেছারাবাদ থানার দুর্গা কাঠির আব্দুল আজিজের স্ত্রী কহিনুর বেগম ও বরগুনার বেতাগি থানার দক্ষিণ হোসনাবাদের আবদুল জলিলের স্ত্রী শাহারিন সুলতানাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, একইসঙ্গে আসামিদের হেফাজত হতে নগদ এক লাখ ৩৩ হাজার টাকা, স্বর্ণের নাক ফুল ৪৯ পিস, তিনটি অ্যান্ড্রোয়েড মোবাইল ও দুটি বাটন মোবাইল জব্দ করা হয়। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের খুলনার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ২৮ অক্টোবর (সোমবার) নগরীর দৌলতপুর থানার কালীবাড়ি বাজারে দিন-দুপুরে গুলি করে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়। ওই দিন দুপুরের দিকে একদল ডাকাত একটি প্রাইভেটকারে করে কেএমপি, খুলনার দৌলতপুরে অবস্থিত দত্ত জুয়েলার্সের সামনে এসে পিস্তল, চাপাতি ও অন্যান্য দেশি অস্ত্রের মুখে দোকান মালিককে জিম্মি করে দোকানের ট্রেতে রক্ষিত স্বর্ণের কানের দুল, আংটি, গলার চেইন ও অন্যান্য তৈরিকৃত স্বর্ণালংকারসহ প্রায় ৩০ (ত্রিশ) ভরি স্বর্ণালংকার যার অনুমানিক মূল্য ৪০ (চল্লিশ লাখ) টাকা এবং আনুমানিক ২ লাখ টাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি বিভিন্ন মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয় ও জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে।
দেড় লাখে ইতালির চুক্তি, লিবিয়ায় আটকে ৯৬ লাখ টাকা মুক্তিপণ আদায়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।