জুমবাংলা ডেস্ক : জয়পুরহাটে বাস-ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের দুই জনসহ ১২ যাত্রী নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা। আর উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে নির্বাক স্ত্রী। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর।
সন্তান হারিয়ে আর্তনাদ করেই যাচ্ছেন মা। এ কান্না অনিশ্চয়তার। কখনোই ভাবেননি সড়ক দুর্ঘটনায় একইসাথে কেড়ে নেবে আদরের দুই সন্তানকে। তাই সন্তান বিয়োগে বার বার মুর্ছা যাচ্ছেন মা।
সংসারের ছোট ছেলে আরিফুজ্জামানের পূরণ হলো না প্রকৌশলী হওয়ার স্বপ্ন। এইচএসসি পাস করা আরিফুজ্জামন রাব্বিকে নিয়ে বুধবার রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে আসেন বড় ভাই বাবু। ভর্তি শেষে শনিবার (১৯ ডিসেম্বর) ট্রেনযোগে জয়পুরহাটে ফেরেন দুই ভাই। ট্রেন স্টেশন থেকে বাসে করে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা কেড়ে নেয় তাদের প্রাণ। বাবা-মায়ের বুকে আর ফেরা ফেরা হলো না তাদের।
আরিফের বাবা বলেন, ছেলে আমাকে বলেছিল সে ইঞ্জিনিয়ার হবে। তাই আমি নিজেও তাকে একবার ঢাকা নিয়ে গিয়েছিলাম। নিয়ে সব ঠিক করে রেখে এসেছিলাম। এরপর বড় ভাইসহ গিয়েছিল ভর্তি হতে।
স্বামীকে হারিয়ে সন্তান নিয়ে পাগলপ্রায় বাবুর স্ত্রীও।
দুর্ঘটনায় কারো অবহেলা ছিল কিনা তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর।
তারা বলেন, কোলেপিঠে করে ওদের বড় করেছি। তারা দু’জনই খুব ভালো ও মেধাবী ছেলে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।