বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : 2001 সালে প্রথমবারের জন্য মোবাইল ফোনে যুক্ত হয়েছিল ক্যামেরা। এরপর শুধু সময়ের অপেক্ষা, বিগত 22 বছরে বিশেষভাবে উত্থান ঘটেছে স্মার্টফোনের পাশাপাশি ক্যামেরা সেন্সরের। বর্তমানে Redmi, Samsung, Motorola-র মতো স্মার্টফোন কোম্পানিগুলি নিজেদের ফোনেই যুক্ত করছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। যার ফলে সম্প্রতি দিনগুলি আশ্চর্যজনকভাবে কমেছে DSLR ক্যামেরার চাহিদা।
আমরা এই নিবন্ধের শুরুতে আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি চিনা স্মার্টফোন নির্মাণ কোম্পানি তাদের প্রিমিয়াম মোবাইল লঞ্চ করেছে। মধ্য রেঞ্জের এই স্মার্টফোনটি ইতোমধ্যে তার ধাসু ক্যামেরার জন্য আলোড়ন ফেলে দিয়েছে বাজারে। স্মার্টফোন প্রেমীরা বর্তমানে লাইন দিচ্ছেন Redmi Note 12 Pro Plus ফোনটি কেনার জন্য। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, বর্তমান বাজারে সেরা দুর্দান্ত এই স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে-
প্রথমেই যদি দুর্দান্ত এই স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কে বলি, তবে এতে 6.67 ইঞ্চির 120Hz রিফ্রেশ রেট সমর্থন সহ AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে Gorilla Glass-5 সুরক্ষা। এছাড়া প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 1080 চিপসেট।
যদি দুর্দান্ত এই স্মার্টফোনের অবিশ্বাস্য ক্যামেরা সম্পর্কে বলি, তবে প্রধান ক্যামেরা হিসেবে এতে 200 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। তার সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট। 4K@30FPS ভিডিও সাপোর্টের পাশাপাশি 10-bit RAW ইমেজও তোলা যাবে এই ক্যামেরার মাধ্যমে। এছাড়া এতে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে সেলফি তোলার জন্য। যদি এই ফোনের দামের কথা বলি, তবে এর প্রারম্ভিক মূল্য 29,999 টাকা থেকে শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।