জুমবাংলা ডেস্ক : দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। উত্তরের এ জেলাটিতে গত কয়েকদিন ধরে শীতের আমেজ শুরু হয়েছে। দিনভর গরম আবহাওয়া থাকলেও রাত বাড়ার সাথে সাথে পুরো দমে শীত অনুভুত হচ্ছে, একই সাথে গভির রাত থেকে সকাল পর্যন্ত ঝড়ছে কুয়াশা। ক্রমশ কমছে তাপমাত্রা।
বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, একই দিন বেলা ১২টার সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ডের কথা জানান আবহাওয়া অফিস।
হিমালয়ের কাছে হওয়ায় পঞ্চগড়ে বরাবরই শীতের প্রকোপ বেশি থাকে। শীতকালে বেশির ভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে এ জেলায়।
এবারো জেকে বসেছে শীত। দিনভর রোদের তীব্রতা থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠাণ্ডা, বাড়ছে শীতের অনূভূতি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। গরম কাপড়ের অভাবে দূর্ভোগে বাড়ছে নিম্ন আয়ের মানুষেদের। অনেকেই খড়কুটা জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করে।তবে ইতিমধ্যে দেখা গেছে ব্যক্তিপর্যায়ে অনেকেই ছিন্নমূল মানুষদের মাঝে গভির রাতে শীতবস্ত্র বিতরন করতে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, দিনের থেকে রাতের তাপমাত্রা ক্রমেই হ্রাস পাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।