নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর শহরের ধীরাশ্রম এলাকায় নিখোঁজের পাঁচ দিন পর চার বছর বয়সী শিশু নাবিলা কানিজ নাবা’র বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নির্মম এ ঘটনায় শোক ও ক্ষোভে ফেটে পড়েছে পরিবারসহ স্থানীয় জনতা।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় শিশুটির বাড়ির পেছনে একটি বস্তার ভেতর তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে প্রথমে সন্দেহ জাগে। পরে শিশুটির চাচা কুদ্দুস মিয়া বস্তাটি খুলে ভেতরে নাবার মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এর আগে ৯ জুলাই বিকেলে পাশের বাড়িতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়েছিল নাবা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং, পোস্টার, এমনকি সংবাদ বিজ্ঞপ্তিও দেওয়া হয়, কিন্তু কোনো খোঁজ মেলেনি শিশুটির।
শিশুটির মা খাদিজা বেগম বলেন, “আমি মাইকিং করেছি, পত্রিকায় সংবাদ দিয়েছি, কিন্তু কোথাও আমার মেয়ের সন্ধান মেলেনি। এখন ওকে বস্তায় হাত-পা বাঁধা অবস্থায় পেয়েছি। এ দৃশ্য কোনো মায়ের সহ্য করার মতো না।”
তিনি দাবি করেন, “এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমাদের ধারণা, কেউ কাছের মানুষই এ কাজে জড়িত। আমরা বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
পুলিশও ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই সন্দেহ করছে। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত চলছে, দোষীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।”
জানা গেছে, নিহত নাবা প্রবাসে থাকা বাবার অনুপস্থিতিতে মা ও ছোট বোনকে নিয়ে ধীরাশ্রম এলাকায় বসবাস করছিল। সে ছিল পরিবারের প্রথম সন্তান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।