সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণা করতে যাচ্ছে সরকার। তবে তার আগে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা কেমন হওয়া উচিত, সে বিষয়ে মতামত নিচ্ছেন সাধারণ নাগরিকদের কাছে। সেখানে বাড়িভাড়া, স্বাস্থ্য ও শিক্ষা ভাতা বাড়ানো প্রয়োজন কি না, সে বিষয়ে মতামত দিতে পারবেন তারা।
এ উদ্দেশ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে একটি অনলাইন জরিপ শুরু করেছে জাতীয় বেতন কমিশন ২০২৫। আজ (২ অক্টোবর) থেকে শুরু হওয়া এ জরিপ চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে দেশের যেকোন নাগরিক এতে অংশ নিতে পারবেন।
জরিপে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, সরকারি প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন ও সমিতি—এ চার শ্রেণির ব্যক্তি ও প্রতিষ্ঠান জরিপে অংশ নিতে পারবে। অ্যাপ্লিকেশনের লিংকটি জাতীয় বেতন কমিশনের ওয়েবসাইটে (paycommission 2025.gov.bd) পাওয়া যাবে।
মতামত জানাতে সাধারণ নাগরিকের নাম, পেশা, বয়স, মোবাইল নম্বর, লিঙ্গ এবং বাসস্থানসহ ৩৫টি প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। এছাড়াও বাকি প্রশ্নগুলো হচ্ছে-
*আপনি কি ২০ গ্রেড বেতন কাঠামোর পক্ষে
*আপনার পছন্দের গ্রেড সংখ্যা কত
*আপনার পছন্দের গ্রেড সংখ্যার যৌক্তিকতা কি
*সর্বনিম্ন মূল বেতন কত হওয়া উচিত
*আপনি কি অভিন্ন বেতন বৃদ্ধির পক্ষে
*বেতন বৃদ্ধির ক্ষেত্রে আপনার পছন্দ কি
*বাড়ি ভাড়া কি মূল বেতনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত
*বর্তমান বাড়ি ভাড়া কি পর্যাপ্ত
*এলাকাভিত্তিক বাড়ি ভাড়ার পরিমাণ
*মেডিক্যাল ভাতা কি পর্যাপ্ত
*শিক্ষা ভাতা কি পর্যাপ্ত
*প্রস্তাবিত শিক্ষা ভাতা কত
*নববর্ষ ভাতা কি পর্যাপ্ত
*প্রস্তাবিত নববর্ষ ভাতা কত
পাকিস্তানে মিলল ৩ বছর আগে যুক্তরাজ্যে চুরি যাওয়া রেঞ্জ রোভার
এর আগে, গত ২৭ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যবিশিষ্ট জাতীয় বেতন কমিশন, ২০২৫ গঠন করে বর্তমান অন্তর্বর্তী সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।