কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে হানিফ আলী (৬১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের মন্নেয়ার পাড় শালমারা গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই এলাকায় পৈত্রিক সূত্রে পাওয়া বাড়ির পাশের ৪ শতক একটি জমি নিয়ে ফকর উদ্দিনের ছেলে ৪ ছেলে হযরত আলী (৬৩), হানিফ আলী (৬১), ইউনুছ আলী (৫৬) ও ইসলাম আলীর (৪৮) মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ওই জমিটি হানিফ আলীকে বাদ দিয়ে অন্য তিনভাই দখলে নেন।
বৃহস্পতিবার সকালে হানিফ আলী, তার স্ত্রী সুফিয়া বেগম (৪৪) ও ছেলে ফজজুল হক (২৭) তা সরাতে গেলে অন্যদের সাথে সংঘর্ষ বাধে। এসময় স্ত্রী সুফিয়া বেগমের মাথায় দা দিয়ে প্রতিপক্ষরা কোপ দিলে তিনি গুরুতর জখম হন। তা দেখে অসুস্থ হয়ে পড়ে স্বামী হানিফ আলী। পরে অসুস্থ হানিফ আলীকে বাসায় নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন।
অপরদিকে গুরুতর আহত অবস্থায় সুফিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পরই পালিয়ে গেছেন হানিফ আলীর বাকী তিনভাইসহ তাদের পরিবারের লোকজন।
ঘটনাস্থল ঘুরে আসা নাগেশ্বরী থানার এস আই মাসুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্ততি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।